Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মার্চ ২০২৪

মহাপরিচালক

 

ফরিদ আহ্‌মদ, মহাপরিচালক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি

 

জনাব ফরিদ আহ্‌মদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব। তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি-এর মহাপরিচালক হিসেবে ১৬ জানুয়ারি ২০২৪ তারিখ দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ ব্যাচের একজন কর্মকর্তা এবং সহকারী কমিশনার হিসেবে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে তিনি জামালপুর জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সরিষাবাড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি), নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, গাইবান্ধা ও শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং শেরপুর জেলার উপপরিচালক, স্থানীয় সরকার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পরিচালক হিসেবে দূর্নীতি দমন কমিশন, ঢাকা, পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ময়মনসিংহ, স্থানীয় সরকার, বিভাগীয় কমিশনার কার্যালয়, ময়মনসিংহে কর্মরত ছিলেন।

 

তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা উচ্চ বিদ্যালয় থেকে সম্মিলিত মেধা তালিকায় ১৬তম স্থানসহ এসএসসি ও ঢাকা কলেজ থেকে সম্মিলিত মেধা তালিকায় ৮ম স্থানসহ এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জাপানের নায়োগা বিশ্ববিদ্যালয় হতে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

 

তিনি দেশে বিদেশে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণ করেন। একজন স্বনামধন্য প্রশিক্ষক হিসেবে তিনি দেশের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান যেমন, বিসিএস প্রশাসন একাডেমি, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা পরিষদ, তথ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, পুলিশ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের প্রশিক্ষণে সেশন পরিচালনা করে থাকেন।

 

পারিবারিক জীবন: স্পাউস প্রফেসর ড. রেহানা খাতুন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পারিবারিক জীবনে তিনি ২ পুত্র সন্তানের জনক।